বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

চ্যাপেলও বলছেন ‘অজিদের বাংলাদেশ সফর কঠিন হবে’

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার তিনি। টেস্ট কিংবদন্তি ইয়ান চ্যাপেলের ধারণা অজিদের আসন্ন বাংলাদেশ সফরটা বেশ কঠিন হবে। তিনি আশঙ্কা করছেন আগামী ২৭ আগস্ট শুরু হওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারলে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে নেমে যাবে অস্ট্রেলিয়া। তার ধারণা বদলে যাওয়া বাংলাদেশর বিরুদ্ধে লড়াই করাটা কঠিন। সংবাদ মাধ্যমের সাথে কথা বরতে গিয়ে চ্যাপেল বলেন, ‘দেনা-পাওনা বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়, এটা কঠিন হবে বাংলাদেশের কন্ডিশনের জন্য এবং গত দেড় বছর বাংলাদেশ সত্যিকারার্থেই যথেষ্ট উন্নতি করেছে। এটা একটা কঠিন সফর হবে। বাংলাদেশকে হাল্কাভাবে নেয়ার কোন অবকাশ নেই। আর নিজ মাঠে হলেতো টাইগারদের বিপক্ষে বিশ্বের যে কোন দলকেই নিজেদের সেরাটা দিতে হবে।’ সর্বশেষ ২০১১ সালে চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি ডাবল সেঞ্চুরি করলেও বাংলাদেশ দল এখন আর সে অবস্থাতে নেই। অস্ট্রেলিয়া দলের শক্তিমত্তা যে খুব ভালো তা বলা যাচ্ছে না। ৪ মাস আগে ভারত সফরে জার টেস্টের সিরিজে পরাজিত হওয়ার পর থেকেই স্মিথ এবং তার দলের অধিকাংশ সদস্য লংগার ভার্সনের বাইরে আছে। গত মাসে নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দলের কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে সে সফর বাতিল হয়ে যায়। দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে চ্যাপেল বলেন, ‘সমস্যাটা দির্ঘায়িত হোক কোন পক্ষই সেটা চায় না। একজন কোচ হিসেবে আপনিও চাইবেন দ্রুত সমস্যাটা মিটে যাক। এটা কি কিছুটা হতাশার ছিল না? তবে অবশ্যই একত্রিত হয়ে মাঠে ফিরছে। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কিছু ভাল ক্রিকেট খেলা..এবং ভক্তদের আনন্দ দেয়া, দলের প্রতি তাদের সমর্থন ফিরিয়ে আনা।’ ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
এই বিভাগের আরো খবর