বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

দূর্নীতি বন্ধ করুন, ভেজাল প্রতিরোধে সহয়তা করুন

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : তিন অক্ষরের একটি নাম ভেজাল। খাদ্যে ভেজাল বর্তমানে দেশের একটি বড় সম্যসা। মহান রাব্বুল আল-আমিন আঠার হাজার মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টিকরে সর্বশেষ্ঠ হিসেবে এবং জগৎ সেরা সম্মানে ভুষিত করে দুনিয়াতে প্রেরন করেছে। অথচ সেই মানুষই আজ ভেজাল খাদ্য/পন্য উৎপাদন ও বিক্রি করে মানুষের ক্ষতি সাধন করছে। পানির অপর নাম জীবন, যে পানি পান করে মানুষ জীবন রক্ষা করে বা তৃষ্ণা মিটায় সেই পানিতেও ভেজাল। এ আহ্বান জানান জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী । আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ বলে আমরা দাবী করি, অথচ সেই শিশু খাদ্যেও ভেজাল হচ্ছে অহরহ। অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য যে ঔষধ সেবন করে সেই ঔষধেও ভেজালের গ্রাস। মুমুর্ষ রোগীর অপারেশন করার সময় যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তেও ভেজাল।এছাড়াও খাদ্য পন্য, সার, কিটনাশক, মাছ, মাংস, ফলমুল ইত্যাদিতেও ভেজাল। এক কথায় বলতে গেলে সারা দেশ আজ ভেজালে সয়লাভ। এক শ্রেনীর ব্যবসায়ীও তাদের একটি চক্র রাতারাতি অর্থ বিত্তের মালিক হওয়ার জন্য জনগনকে জিম্মি করে সারাদেশে ভেজালের রাজত্ব কায়েম করেছে। ভেজাল বা নিম্মানের খাদ্য/পন্য  কেউ যেন উৎপাদন ও বাজারজাত করতেনা পারে সে জন্য জন সচেতনতা সৃষ্ঠি করা অত্যন্তজরুরী। ভেজালের বিরুদ্ধে বজ্রকন্ঠ নিয়ে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামক সংগঠনটি  স্বপ্রোনোদিত হয়ে  দেশব্যাপী ভেজাল প্রতিরোধে কাজ করছে। তবে প্রতিষ্ঠানটির একার পক্ষে এ উদ্দ্যেগকে সফল করা  সম্ভব নয়। এর সফলতা নির্ভর করে ভোক্তাসহ সরকার, জনগন ও সংশ্লিষ্ঠ সকলের সমষ্ঠিগত  চেষ্ঠারউপর। ভেজালখাদ্য/পন্য  উৎপাদন ও বিক্রেতাদের চিহ্নিত করে আইনের আওতায়এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আপামর জনসাধারনকে ভেজালের অভিশাপ থেকে মুক্তির জন্য ভেজাল বিরোধে অভিযান বেশী বেশী করে পরিচালনা করতে হবে। আমাদের চারপাশেএকটু তীক্ষè দৃষ্টিতে তাকালেই দেখব অসংখ্য ভেজালের চিত্র যা আমাদের মানব জীবনের জন্য এক রকমের ক্যান্সার ব্যাধি। এই ভেজাল নামক ক্যান্সারকে প্রতিরোধ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি সরকারের পাশাপাশি ভেজাল প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য/ও উদ্দেশ্য  বাস্তবায়নে প্রশাসন, জন প্রতিনিধি, সাংবাদিক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সচেতন নাগরিক সমাজের গঠনমুলক উপদেশ, পরার্মশ ও সার্বিক সহযোগিতা প্রতিনিয়ত আমাদের প্রেরনা যোগাবে। তাই আসুন সবাই মিলে ‘ভেজাল মুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়েতুলি’। এটাই হোক আমাদের আগামীদিনের অঙ্গিকার ও প্রত্যাশা।
এই বিভাগের আরো খবর