শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সিএমএইচের চিকিৎসা সেবা বৃদ্ধির সুপারিশ

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি ও সকল বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণি কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের চিকিৎসা সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সোমবার দশম জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠকে ওই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজকে আধুনিকায়ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রতিনিধি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাসহ বর্তমান পরিস্থিতি কমিটিকে অবহিত করে। এ ছাড়া কমিটি সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষণ জনবলের স্বল্পতা, ছাত্র-অফিসারদের বাসস্থানের স্বল্পতা, বিদ্যমান আবাসিক ভবনসমূহের সংস্কারকরণ, অফিসার, জেসিও ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বাসস্থান সমস্যা, বিদেশি অফিসারদের জন্য মানসম্মত আবাসিক ভবন ও মেসের স্বল্পতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যানবাহন সমস্যাসহ সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের সুপারিশ করে। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সংসদ সদস‌্য মো. মাহবুর রহমান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর