শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

জন্মাষ্টমীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম): হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের ভগবান শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী ২০১৭ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পুলিশ সুপার মঈনুল হক এর সভাপতিত্ত্বে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মঈনুল হক বলেন, ১৯৭১ সাল থেকে সম্প্রদায়ের লোকদের উপর হামলা চলে আসছে তাই আমাদের সব ধরনের সতর্ক থাকতে হবে। সব সময় আমরা আশংকার ভিতরে আছি এটা আমাদের মাথায় রাখতে হবে। যাতে করে কোন বিশৃঙ্খল না হয় সে দিকে ভলান্টিয়াদের লক্ষ্য রাখার জন্য বলেন। যদি পারেন নারী ভলান্টিয়ার থাকলে আরো ভালো হয় সে দিকে খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, যারা পূজা মন্ডপে আসবে তাদের সাথে কোন কিছু না থাকে সে দিকে লক্ষ্য রাখতে বলেন এবং সঠিক ভাবে ভলান্টিয়ারা কাজ করতে পারে সে জন্য ভলান্টিয়াদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে ও বলেন। ভলান্টিয়াদের চেনার জন্য প্রত্যেকের হাতে, মাথায় বা গায়ে বিভিন্ন রঙের কাপড় রাখাসহ সাউন্ড সিস্টেম যাতে ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
এই বিভাগের আরো খবর