বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

নিষেধাজ্ঞার জবাবে প্রতিশোধের হুমকি উত্তর কোরিয়ার

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘হাজার গুন’ বেশি মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর গত শনিবার নিরাপত্তা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে উত্তর কোরিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা অনুযায়ী, জাতিসংঘের সদস্য কোনো দেশ উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, লৌহ আকরিক, সিসা, আকরিক সিসা ও সামুদ্রিক খাদ্য আমদানি করতে পারবে না। দেশটি থেকে নতুন কর্মী নেওয়া যাবে না। উত্তর কোরিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগ করা যাবে না, চলমান যৌথ প্রকল্পেও নতুন করে বিনিয়োগ বন্ধ করতে হবে। এছাড়া দেশটির আরও অনেক ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ জব্দ করা হবে । কেসিএনতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিষেধাজ্ঞা আমাদের দেশের স্বার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। আমরা আমাদের আত্মরক্ষামূলক পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসবো না এবং আমাদের দেশকে পারমাণবিক শক্তিকরণ থেকে এক পা-ও পিছাব না। নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপনকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়ে এতে বলা হয়েছে, ‘দেশটিকে তাদের অপরাধের জন্য হাজার গুণ বেশি মূল্য দিতে হবে।’
এই বিভাগের আরো খবর