বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলায় নিহত ১২

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। দেশটির আনামব্রা প্রদেশের ওজুবুলু শহরে সেন্ট ফিলিপ’স ক্যাথলিক চার্চে রোববার ভোর ৫টা ৪৫ মিনিটে এ হামলা হয়। এ সময় সেখানে প্রভাত প্রার্থনা করছিলেন লোকজন। সোমবার প্রেসটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। এননামডি আজিকিউ ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ১২ জনের মরদেহ পেয়েছেন তারা এবং মরদেহগুলো তাদের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে পাঁচ জন মুখোশ পরে গির্জায় হামলা চালায়। কিন্তু আনামব্রা প্রদেশ পুলিশের কমিশনার গারবা উমর দাবি করেছেন, হামলাকারী ছিলেন একজন। এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে নাইজেরিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে তারা। ২০০৯ সালে বোকো হারাম সশস্ত্র জঙ্গি তৎপরতা শুরু করার পর এ পর্যন্ত তাদের হাতে প্রায় ২০ হাজার মানুষের প্রাণ গেছে।
এই বিভাগের আরো খবর