শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

লন্ডনে গ্যাটলিনের পর টোরি বোয়ি

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

ক্রীড়া ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টকে পেছনে ফেলে জাস্টিন গ্যাটলিনের সেরা হওয়ার কথা সবারই জানা। একদিন বিরতিতেই এই আসরে দৌড়ে সেরা হলেন আরেক মার্কিন অ্যাথলেট। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের টোরি বোয়ি। লন্ডনে রোববার রাতে ১০.৮৫ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছেন টোরি বোয়ি। সোনা জিততে তিনি পেছনে ফেলেন কোত দি ভোয়ার মারি-জোজে তাল লুকে। রোমাঞ্চকর ফাইনাল লড়াইয়ে ১০.৮৬ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন লু। আপাত দৃষ্টিতে তাকেই প্রথম মনে হলেও ফিনিংশ লাইনে মাথা ঝুঁকিয়ে এক সেকেন্ডের একশ ভাগের এক ভাগ সময়ে লুকে পেছনে ফেলেন বোয়ি। আর ১০.৯৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্স। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সোনা জয়ের পর অনুভূতি ব্যক্ত করে টোরি বোয়ি বলেন, ‘আমি মনে করি কঠোর পরিশ্রমের ফলাফল শেষপর্যন্ত পাওয়া যায়। আমি এর চেয়ে বেশি সুখি আগে কখনো হইনি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আমি কি সত্যিই বিশ্বচ্যাম্পিয়ন।'
এই বিভাগের আরো খবর