বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভারতের বিশ্বাস যুদ্ধের ঝুঁকি নেবে না চীন

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : দোকলাম সীমান্তে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও ভারতের বিশ্বাস যুদ্ধের ঝুঁকি নেবে না চীন। সীমান্তে হয়তো নিঃশ্বাস দূরত্বে অবস্থান করছে দুই দেশের সেনারা কিন্তু সামরিক হস্তক্ষেপের পথে হাঁটবে না চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। এমনটাই বিশ্বাস করছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। নিরাপত্তা সংস্থাগুলোর নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উত্তেজনামূলক বাক্যে চীন ভারতকে আক্রমণ করলেও ছোট পরিসরেও কোনো যুদ্ধের ঝুঁকি নেবে না তারা। বিদ্যমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণভাবে ফিরে আসার সুযোগ রয়েছে উভয় দেশের কাছেই। সিকিম, ভুটান ও তিব্বতের সংযোগস্থলের কাছে ভুটানের দোকলামে মোতায়েন ভারতীয় সেনাদের প্রত্যাহার করা হলে এবং চীন তাদের সেনাদের সরিয়ে নিলে সীমান্ত উত্তেজনার যবনিকাপাত হবে। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে আরো বলা হয়েছে, কিন্তু কোনোভাবে যদি যুদ্ধ বা সীমান্ত সংঘাত বেঁধে যায়, তাহলে তা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে ভারতীয় সামরিক বাহিনী। চীনের লাল বাহিনীর (পিএলএ) যেকোনো অপতৎপরতা রুখে দিতে সক্ষম ভারতীয় সেনারা। ভারত বলে আসছে, যুদ্ধের মধ্য দিয়ে নয়, বরং সীমান্ত উত্তেজনার ইতি ঘটতে পারে কূটনৈতিক পর্যায়ে সংলাপের মাধ্যমে। গত সপ্তাহে পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, সংলাপ, ধৈর্য্য ও বাগাড়ম্বর পরিহারের মধ্য দিয়ে সংকট সমাধান হতে পারে। তিনি চীনের প্রতি সংলাপের আহ্বান জানান। অন্যদিকে, চীনের সাফ কথা, সীমান্তে মোতায়েন সেনাদের ভারত প্রত্যাহার না করলে কোনো সংলাপ হবে না। আগে সেনা প্রত্যাহার, পরে আলোচনা। সবশেষ শনিবার চীনের একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সীমান্ত সংকট সমাধানে সামরিক উপায়ও অবলম্বন করতে পারে চীন।
এই বিভাগের আরো খবর