শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সিদ্ধিরগঞ্জে হাফিজুল ইসলাম (৩৯) নামে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মিজমিজি কান্দাপাড়া বোতল কারখানা সড়কের মোড়ে রোববার দিবাগত রাত পৌনে ১১টার দিকে। এ ঘটনার পর গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় নিয়ে যায় স্বজনরা। গুলিবিদ্ধ ব্যবসায়ী হাফিজুল কান্দাপাড়া এলাকার শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম আব্বাস আলী। তিনি দীর্ঘদিন থেকে একই এলাকার দূরবর্তী বাসিন্দা আফসার উদ্দিনের টিনসেট মার্কেটে রিয়া মেডিকেল নামে একটি ঔষধের দোকান দিয়ে ব্যবসা করছেন। ওই দোকানে বিকাশ ব্যবসাও করতেন।প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাত পৌনে ১১টার বাসায় ফিরছিলেন। এ সময় কান্দাপাড়া বোতল কারখানা সড়কের মোড়ে পৌঁছলে একটি এ্যাপাচি হোন্ডা নিয়ে পূর্ব থেকে অবস্থানরত অজ্ঞাত ৩ দূর্বৃত্ত তার গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। এক পর্যায়ে দূর্বৃত্তরা তার কোমরে ও রানে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে ওই হোন্ডা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক ‘অঞ্চল’) শরফুদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (সার্বিক) আব্দুস ছাত্তার, (অপারেশন) নাসির উদ্দিন ও (তদন্ত) নজরুল ইসলাম ও উপ পরিদর্শক আবেদ উপস্থিত ছিলেন। পুলিশ দূর্বৃত্তদের সনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। ওই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে দূর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ব্যবসায়ী হাফিজুল আশংকামুক্ত রয়েছেন। তিনি সুস্থ হয়ে ফিরলে ছিনতাইকৃত টাকার সঠিক পরিমানটি বলা যাবে।
এই বিভাগের আরো খবর