শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ভোল পাল্টে ফের বিসিবি’র নির্বাচনে পাপন

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

ক্রীড়া ডেস্ক : এই বছরের শুরুর দিকে সংবাদ মাধ্যমে খবর হয়েছিলেন পাপন। জানা গিয়েছিলো ফের বিসিব’র সভাপতি নির্বাচনে অংশ নেবেন না নাজমুল হাসান পাপন। কিন্তু সেই আলোচনার কয়েক মাস পরই আবার বিসিবি’র নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে পাপন সংবাদ মাধ্যমকে বছরের শুরুর দিকে জানিয়েছিলেন, রাজনীতি, বেক্সিমকোতে চাকরির পাশাপাশি বিসিবি সভাপতির বড় দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছিলো। সে সময় তিনি কারণ হিসেবে পারিবারিক চাপের কথাও জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। কিন্তু মাস কয়েকের ব্যবধানেই ভোল পাল্টাচ্ছেন বিসিবি’র বর্তমান এই সভাপতি। সিদ্ধান্ত বদল করতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন। এবারও তিনি বিসিবি’র নির্বাচনে নামছেন। বেসরকারী একটি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি সহ-সভাপতি আ. জ. ম. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের স্বার্থের কথা ভেবেই পূর্বের সিদ্ধান্ত বদল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (নাজমুল হাসান পাপন)।’ পাশাপাশি নাছির উদ্দিন আরও জানান, বোর্ড পরিচালক ও কাউন্সিলরদের অনুরোধেই সিদ্ধান্ত পূনর্বিবেচনা করেছেন পাপন। অথচ এই বছরের জুলাই মাসের শুরুতেই আরেকটি সংবাদ সম্মেলনেও পাপন জানিয়েছিলেন,‘একদম মনের কথা বলছি। ক্রিকেট বা খেলাধুলা এমন একটা জায়গা যেখান থেকে দূরে থাকা ভীষণ কঠিন আমার জন্য। আজকেই আমার স্ত্রীকে বলছিলাম, যদি ক্রিকেট বোর্ডে থাকতে হয় তাহলে ডিরেক্টর হয়ে থাকাই ভালো। প্রেসিডেন্ট হয়ে থাকা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিসিবি, আইসিসি, এসিসি, চাকরি, রাজনীতি সব মিলিয়ে আমার ওপরে অনেক বেশি চাপ।’ পাপন কর্ম জীবনে বিসিবি প্রধানের দায়িত্ব ছাড়াও বাংলাদেশের শীর্ষ বেসরকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া রাজনীতিতেও সক্রিয়। তাই পাশাপাশি তিনটি গুরুদায়িত্ব পালন করতে সবসময় হিমশিম খেতে হয়। এর মধ্যে প্রায় সর্বক্ষণই ক্রিকেটকে দিতে হয়। তাই সে সময় প্রেসিডেন্ট পদে না থেকে সাধারণ ডিরেক্টর পদকেই প্রাধান্য দিচ্ছিলেন তিনি।
এই বিভাগের আরো খবর