শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

নৌ প্রশাসনের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নৌ পথে রাতের বেলা বালুবাহী ও মালবাহী নৌ-যান চলাচলে কিছু অসাধু নৌ প্রশাসনের চাঁদাবাজি বন্ধ ও আরও ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন অন্তর্ভূক্ত নৌ যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে রোববার সকাল ১১ টায় প্রেস ক্লাব ভবনের সামনে সমাবেশটি আয়োজিত হয়। সমাবেশে নেত্রীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘নৌ পথে যে প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে সেই প্রশাসন এখন আমাদের কাছে জলদস্যুর মতো আতঙ্কের ব্যাপার। নৌ প্রশাসনের সকল কর্মকর্তা এমন অসাধু নয় তবে যারা এই ঘৃন্য কাজটি করছে তাদের শনাক্ত করে আমরা অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার আহ্বন জানাচ্ছি।’ সভাপতির বক্তব্যে ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা এখন প্রতিনিয়ত আতঙ্কে থাকি, আর এ আতঙ্ক নিয়ে আর জাহাজ চলাচল করবে না। যদি শীঘ্রই নৌ প্রশাসনের এই চাঁদাবাজি বন্ধের কোন ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা সারা দেশের নৌ যান চলক ও শ্রমিকেরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো।’ চাঁদাবাজি সারা দেশের নৌ যান চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়রি দেওয়া হয় সমাবেশ থেকে। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে প্রদক্ষিণ করে।
এই বিভাগের আরো খবর