শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

উন্নয়নে এমপি, মেয়র, ডিসি ও এসপি একসাথে ভূমিকা রাখবো, অপেক্ষায় আছি : সেলিম ওসমান

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ডটকম) : আমি সেদিনের অপেক্ষায় রয়েছে যেদিন নারায়ণগঞ্জে ৫টি আসনের এমপি মেয়র ডিসি এসপি এক টেবিলে বসে নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারবো। সেদিনই আমার কাজ শেষ। আর সেদিনই আমি স্বস্তি পাব। আর সেদিন থেকেই নারায়ণগঞ্জের উন্নয়ন দ্রুত গতেতে চলতে থাকবে। নিতাইগঞ্জের সৃষ্ট যানজট লোড আনলোড ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মঈনুল হক পি পি এম, জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ, র‌্যাবের অধিনায়ক (ভারপ্রাপ্ত) আশিক, ইয়ান মার্চেন্ড এসোশিয়েশনের সভাপতি সোলেইমান, নারায়ণগঞ্জ জেলা পুজা কমিটির সভাপতি শংকর রায়সহ নিতাইগঞ্জে সকল মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম ওসমান এমপি বলেন, সিটি কর্পোরেশনের বাজেট ঘোষনার দিন মেয়র আইভী আমার কাছে নিতাই গঞ্জের যানজট নিরসনে সহযোগীতা চেয়েছিলেন আমি ও মেয়র আইভীকে সহযোগীতার করার আস্বাস দিয়েছিলাম। সে অনুসারে নিতাই গঞ্জের যানজট নিরসনে সকল ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সমন্বয়ে নিতাইগঞ্জের যানজট মুক্ত করতে সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে একটি পর্যায়ে যেতে সক্ষম হয়েছি। নিতাইগঞ্জের ব্যবসায়ীদের জন্য ৩০টি গাড়ী, ইয়ান মার্চেন্ড এসোসিয়েশনের জন্য ৩০টি, ফার্টিলাইজার এসোসিয়েশনের জন্য ২০ টি গাড়ী মোট ৮০টি গাড়ী বরাদ্ধ দেওয়া হয়েছে। সেলিম ওসমান বলেন, আমি চাই নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করুক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই সকল কাজ করতে চাই। তিনি আরো বলেন, পরিবর্তন হবে সবাই স্বস্তিতে ব্যবসা করতে পারবেন। তবে একটুকু সময় দেন। তিনি বলেন আমাদের আদমজী ধ্বংস হয়ে গেছে অনেক পাটের মেইল এখান থেকে চলে গেছে। একের পর এক ইন্ডাস্ট্রিজ বিলুপ্তি হচ্ছে হয়ে যাচ্ছে। আমরা সুশৃংখল ভাবে যদি ব্যবসা করতে পারি তাহলে আমাদের অবস্থা আরো ভাল হবে। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের কাছ থেকে অনেক সন্মান পেয়েছি। আমি এমপি হতে চাইনি ব্যবসায়ী ভাইয়েরা আমাকে আমাকে এমপি বানিয়েছেন। এসময় তিনি বলেন সকল কাজে সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে যে কোন অসম্ভব কাজকে সম্ভব করতে পারবো। ৪০০ বছরের পতিতালয় ছিল নারায়ণগঞ্জে, সকলে ঐক্যবদ্ধভাবে পতিতালয় উচ্ছেদ করতে পেরেছে। নারায়ণগঞ্জের মানুষ পারে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন একদিনে সমস্যা সম্ভব নয়। আপনারা একটুকু ধৈর্য ধরেন সকল সমস্যা সমাধান হবে।  অন্তত্য ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত আমাকে সময় দিন এ সময়ের  মধ্যে আমি আপনাদের সমস্যা সমাধান করবো। লোড আনলোড করার জন্য বড় পরিসরে জায়গা নেওয়ার  জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আশা করি আমাদের চেষ্টা বিফল হবে না। এ সময় সেলিম ওসমান নিজের অথ্যায়নে আনসারদের পারিশ্রমিক ভাতা বাবদ ১ লা আহষ্ট থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত  ১৫ লক্ষ্য ৯৮ হাজার ২০০ শত টাকার চেক প্রদান করেন।
এই বিভাগের আরো খবর