শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ভাষা সৈনিক রোডের সংস্কার কাজ উদ্বোধন করলেন মেয়র আইভী

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডট কম) : নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ার ভাষা সৈনিক রোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়। ৬ আগষ্ট (রোববার) বেলা ১২ টায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভির উপস্থিতিতে দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় থাকা এই সড়কের সংস্কার কাজ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, ১৩, ১৪, ১৫নং ওর্য়াডের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। আড়াই কোটি টাকা ব্যায়ে ৫৫০ মিটার প্রশস্ত এ সড়ক সংস্কারের টেন্ডার পেয়েছে ঢাকার মামস কন্সট্রাকশন কোম্পানী।  কোম্পানীর পরিচালক হিসেবে আছেন আব্দুল মান্নান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, উপ-প্রকৌশলী খন্দকার নাজীম এবং কার্যকরী সহায়ক মোঃ শামীম । পারিচালক অব্দুল মান্নান জানান, কাজ শেষ হতে দুইমাসের বেশি সময় লাগবে। ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নরায়ণগঞ্জের চাষাড়াস্ত এই সড়কটি বহুদিন যাবৎ বেহাল অবস্থায় আছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী আজ পুরন হতে যাচ্ছে। এলাকাবাসী এত দিন সবুর করেছে বিধায় আজ আড়াই কোটি টাকা ব্যয়ে এ সংস্কার করতে যাচ্ছে। দেরী হওয়ার কারনে আমরা দুঃখিত। দ্রুত গতীতে আমরা এ কাজ সম্পন্ন করবো। রাস্তার পাশের হকার এবং চায়ের দোকানিদের উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, চাষাড়া শহিদ মিনার নারায়ণগঞ্জবাসীদের জন্য প্রতিদিনকার আড্ডার স্থান। ফলে এর পাশের চায়ের দোকানগুলো উচ্ছেদ করা মানবিক নয়। এছাড়া বেবিট্যাক্সি স্টান্ডটিও এলাকার মানুষের জন্য সুবিধাজন অবস্থানে আছে। ফলে এ সকল দোকানপাট যেন এখানে বহাল থাকে এ ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করবো। চেষ্টা করবো এ বিষয়গুলো উত্থাপন করার।
এই বিভাগের আরো খবর