বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২২ অক্টোবর

প্রকাশিত: ৬ আগস্ট ২০১৭   আপডেট: ৬ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম:  শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২২ অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগম সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ঠিক করেন। রোববার মামলাটি অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল। সেলিম ওসমানের সহযোগী অপু আদালতে উপস্থিত ছিলেন। তবে সেলিম ওসমানের পক্ষে আইনজীবী এসএম সিদ্দিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় হাজিরা দিয়ে দুই মাসের সময় প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর পরবর্তী অভিযোগ শুনানির পরবর্তী তারিখ ২২ অক্টোবর ধার্য করেছেন। এদিকে এদিন সেলিম ওসমানের পক্ষে তার আইনজীবী ১৫৩ পৃষ্ঠার অব্যাহতির আবেদন আদালতে দাখিল করেছেন। এর আগে গত ২২ জানুয়ারি হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকার সিজেএম আদালতে বিচারের জন্য বদলির নির্দেশ দেন। এরপর আদালত দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় মামলাটি আমলে গ্রহণ করেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করার ঘটনাটি প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র নিন্দা-প্রতিবাদের ঝড় ওঠে।
এই বিভাগের আরো খবর