শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

‘বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করলে সরকার হারবে’

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, ‘এ নিয়ে সরকার বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতায় নামলে হেরে যাবে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ‘ষোড়শ সংশোধনী যত বার বাতিল করা হবে তত বার সংসদে পাশ করা হবে’-অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ ধরে তিনি এই মন্তব্য করেন। বাতিল হওয়া ষোড়শ সংশোধনী সংশোধনের পথ অনুসরণ করলে সরকার ভুল করবে উল্লেখ করে প্রবীন এই আইনজীবী বলেন, ‘সরকারের একজন সিনিয়র মন্ত্রী বলেছেন ষোড়শ সংশোধনী যত বার বাতিল করা হবে তত বার সংসদে পাশ করা হবে, যা অত্যন্ত ভয়ঙ্কর কথা। কারণ এতে প্রমাণ করে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের ওপর এই সরকারের আস্থা নেই। তারা (সরকার) বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।’ ‘নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন : প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ‘নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন। মওদুদ আহমদ বলেন, ‘সরকার যদি মনে করে তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতা করবে তাহলে সরকার হেরে যাবে। কেননা অতীতেও যারা বিচার বিভাগের ওপর হাত দিয়েছে তাদের হাত পুড়ে গেছে। কাজেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় শুধু ঐতিহাসিক নয় বরং দেশের ১৬ কোটির মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন। এই রায় এখন জাতীয় দলিল। ফলে যারা এই রায়ের অবমূল্যায়ন করতে চান কিংবা উদ্যোগ নেন তাহলে অনুশোচনা করবেন এবং এতে করে সরকারের পতন আরো দ্রুত গতিতে হবে।’ সরকার আগামী নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিরোধীদলের ওপর নির্যাতনের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন প্রাক্তন এই মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন এটা আদালত অবগত রয়েছেন। অথচ এ নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে নানান ষড়যন্ত্র শুরু করেছেন। তাদের হুঁশিয়ারি দিতে চাই, ষড়যন্ত্র করে বিএনপিকে দুর্বল করা যায়নি, বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে।’ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই প্রবীণ আইনজীবী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। এদের অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘এরা নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। তাই নির্বাচন কমিশনারকে বলব, যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সাহস না পান তাহলে পদত্যাগ করুন।’ সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাসুজ্জামান দুদু, গণ ফোরামের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম প্রমুখ।
এই বিভাগের আরো খবর