শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

মাদকের পাওনা টাকা না দেয়ায় রূপগঞ্জে বাড়িঘরে হামলা, ভাংচুর, আহত ৪

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪ ডটকম) : রূপগঞ্জে মাদক বিক্রির পাওনা টাকা ফেরত না দেয়ায় মাদকের ডিলার লাট ভুইয়া তার মাদক বিক্রেতা রকমান (২৫) রকমানের ভগ্নিপতি শাহ-আলম (৩০) ও মা ফিরোজা বেগম (৬৫) কে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে জানা গেছে। শনিবার সকালে উপজেলার কামসাইর এলাকায় ঘটে এ ঘটনা। আহত শাহ-আলম মিয়া জানান,তার শালক রকমানকে দিয়ে স্থানীয় মাদক ডিলার লাটভুইয়া মাদক বিক্রি করত। ওই মাদক বিক্রির কিছু টাকা লাটভুইয়া পাওনা রয়েছে। শনিবার সকালে লাটভুইয়া ওই পাওনা টাকা চাইতে আসলে রকমানের সাথে এ নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায় লাটভুইয়া ও রানাসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র রামদা,চাকু, ও লোহার রড নিয়ে এসে রকমানকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। তার চিৎকার শুনে মা ফিরোজা বেগম ও ভগ্নিপতি শাহ-আলম আগাইয়া আমলে হামলাকারীরা তাদেরকে পিটিয়ে মারাক্তক আহত করে। এসময় হামলাকারীরা শাহ-আলমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। অপরদিকে ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামান মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত জামান মিয়া জানান, একই এলাকার বিলকিস আক্তারের সাথে তার জনি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে বিলকিছ আক্তারের স্বামী মাসুদ মিয়াসহ আরো ৪/৫ জন জামান মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে।
এই বিভাগের আরো খবর