বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

নিজের বিরুদ্ধে জিডি'র জবাব দিলেন পরমব্রত

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

বিনোদন ডেস্ক: দেশের বড়পর্দায় সরব হওয়ার পর এবার ছোটপর্দার দিকে মনোযোগী পরম। ছোটপর্দায় আসছেন তিনি ফেলুদা হয়ে। বিদেশী সিরিয়াল প্রচারের বিরোধীতায় থমকে থাকা আন্দোলনকে ফের স্মরণে ফিরিয়ে আনলেন ‘এফটিপিও’র সদস্য সচিব গাজী রাকায়েত। বিনা অনুমতিতে কাজের অভিযোগ এনে জিডি করে বসলেন পরমব্রতর বিরুদ্ধে। গাজী রাকায়েতের অভিযোগ, ক্যান্ডি প্রোডাকশন নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে দিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে কাহিনিচিত্র নির্মাণ করছে। এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরমব্রত। তিনি বলেন, “জিডি হয়েছে এটা আমি জেনেছি। যারা এটি করেছেন আমার মনে হয় বড় আকারের একটা ভুল বোঝাবুঝির ফলে এটা হয়েছে।” তিনি আরও বলেন, “বৈধতা নিয়ে আমি তো অতটা সচেতন নই। তবে মনে হয় আমরা আমাদের তরফ থেকে যে পর্যায়ে যে অনুমতি নেয়ার কথা, সব ক’টি ধাপ পেরিয়েছি। আমি মনে করি একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সেটা কেটেও যাবে।” এদিকে, বাংলাদেশে টানা তেরোদিনের সফর শেষে গতকাল কলকাতা ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এই বিভাগের আরো খবর