শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ভারত-ইসরায়েল যৌথভাবে তৈরি করবে ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৭   আপডেট: ৫ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: ইসরায়েল এবং ভারত যৌথভাবে তৈরি করবে ‘স্পাইক এমআর’নামে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র। আর এ ক্ষেপণাস্ত্র হায়দ্রাবাদে তৈরি করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। খবর পারস টুডের। শুক্রবার (০৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, ভারতের কল্যাণী স্ট্রাটেজিক সিস্টেম এবং ইসরায়েলের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড যৌথভাবে তৈরি করবে ‘স্পাইক এমআর।’ আড়াই কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের সেনাবাহিনী গত ১ বছর ধরে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। ভারতের মরুভূমি এবং সমতল ভূমিতে এ পরীক্ষা চালানো হয়েছে। উৎপাদন শুরু হওয়ার পর হায়দ্রাবাদের হার্ডওয়্যার পার্কে অবস্থিত কারখানা থেকে মাসে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। ভারত এ ক্ষেপণাস্ত্র রফতানি করার পরিকল্পনাও করেছে। গত মার্চ মাসে ভারতের সঙ্গে ২০০ কোটি ডলারের এবং এপ্রিল মাসে ৬৩ কোটি ডলারের আলাদা অস্ত্র চুক্তি করেছে ইসরায়েল। মার্চের চুক্তি সম্পর্কে তেল আবিব বলেছে, ইসরায়েলের ইতিহাসে এটাই অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। গতমাসে ইসরায়েল সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তি উপলক্ষে এ সফর করেন তিনি। মোদিই হলেন ইসরায়েল সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।
এই বিভাগের আরো খবর