বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শক্তিপীঠ ডকুমেন্টরী সংরক্ষণ ও উন্নয়নে হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের আবেদন

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : শক্তিপীঠ ডকুমেন্টরী সংরক্ষণ ও উন্নয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টে হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের আবেদন করেছে। হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টে সচিবের অনুপস্থিতিতে ট্রাষ্ট কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের নিকট ষষ্ঠ শক্তিপীঠ এর ডকুমেন্টরী সংরক্ষন ও উন্নয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টসচিব বরাবর বৃহস্পতিবার বিকেলে এ আবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোরামের সভাপতি অজয় কুমার বিশ্বাস। আবেদনপত্র প্রদানের সময় হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার বলেন, ৫১শক্তিপীঠ ভারত-নেপাল-পাকিস্তান সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত।তার মধ্যে ৬টির অবস্থান বাংলাদেশে এই শক্তিপীঠ সমূহের ইতিহাস রক্ষায় হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন একটি ডকুমেন্টরী করেছে আর তা সরকারী ভাবে সংরক্ষন করতে ও পীঠসমূহের উন্নয়নে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টসচিব বরাবর হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের এই আবেদন। এসমস্ত আরো অনেক করতে কাজ করছে হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন তাই ভবিষ্যতে ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগতা কামনা করেন তিনি।
এই বিভাগের আরো খবর