শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪ ডটকম) : “দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা কর, জলাব্ধতার কবল থেকে ডিএনডিবাসিকে রক্ষা কর” এ স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে সচেতন নাগরিক সমাজ, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এর ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ১০’টায় শিমরাইল ডিএনডি পাম্প হাউজের সামনের এ মানব বন্দন অনুষ্টিত হয়। বিশিষ্ট লেখক, কলামিষ্ট, কবি এম.এ. মাসউদ বাদলের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিলিপ কর্মকার, নাছির উদ্দিন, হাজী জামাল উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল রফিক মিন্টু প্রমূখ। বক্তারা ডিএনডি শিমরাইল পাম্প হাউজ থেকে আরোও দ্রুত পানি সড়াতে বিকল পাম্পগুলো মেরামত করাসহ আরো কিছু নতুন সেলো পাম্প লাগানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। এসময় বক্তরা দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করে ডিএনডিবাসিকে জলাবদ্ধাতার কবল থেকে রক্ষা দাবীতে সমাজের সকল শ্রেণী পোশার লোকজনকে এগিয়ে আসারও আহব্বান জানান। বিশেষ করে সিটি মেয়র ও মাননীয় সংসদের সূ-দৃষ্টিসহ সকল দলের সম্মেলিত প্রচেষ্টা কামনা করেন। পানি নিয়ে রাজনিতি না করে সরেজমিনে এসে দেখার অনুরোধ করে বলেন, এখন ডিএনডিবাসি প্রায় অনেকের ঘরে-ঘরে হাটু পানি রয়েছে। যে ভাবে পানি নিস্কাশন হচ্ছে এতে ২’মাসেও পানি নামবে না। ডিএনডিবাসি পানি বাহিত নানাহ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ডিএনডিবাসিকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রায় ১ ঘন্টা এ মানব বন্ধন করে সমাপ্ত ঘোষনা করা হয়।
এই বিভাগের আরো খবর