বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

গৃহকর্মীকে হত্যার অভিযোগে উত্তাল বনশ্রী, গাড়িতে আগুন

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: কটি বাসায় গৃহকর্মীকে হত্যার অভিযোগে শুক্রবার বিকেলে উত্তাল হয়ে উঠে রাজধানীর বনশ্রী। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, লাইলি ওরফে মরিয়ম নামের ওই গৃহকর্মী আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গৃহকর্তা মইনউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছে। নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গৃহকর্মী লাইলি ওরফে মরিয়মকে (২৫) হত্যা করা হয়েছে। মইনউদ্দিন এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নিহতের স্বজন শাহনাজ বেগম বলেন, ‘আজ সকালে লাইলি ওরফে মরিয়মকে দারোয়ান দিয়ে ডেকে নেয় মইনউদ্দিন। এর কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই লাইলি মারা যায়।’ খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে জিজ্ঞাসাবদের জন্য গৃহকর্তা মইনউদ্দিন ও বাড়ির দারোয়ানকে থানায় আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।’ তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার সকালে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নিচতলায় গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় গৃহকর্মী মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে বাসার সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিভাগের আরো খবর