মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

সুপ্রিম কোর্টের রায়ে মানুষ আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে: বিএনপি

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছে, তাতে মানুষ কিছুটা হলেও আলোর রেখা দেখতে পাচ্ছে।’ শুক্রবার (৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশনা এসেছে, তাতে ক্ষমতাসীনরা ক্ষুব্ধ ও মর্মাহত। কিন্তু অবরুদ্ধ গণতন্ত্রে পীড়িত মানুষ এই দুঃসময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে। এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচন, আইনের শাসন বাস্তবায়নসহ নানাদিক তুলে ধরা হয়েছে। রায়ে বলা হয়েছে-বর্তমান সংসদ অকার্যকর, অবাধ দুর্নীতি, মানবাধিকার হুমকির মুখে আর প্রশাসনের অব্যবস্থাপনা মারাত্মক রূপ ধারণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটিকয়েক লোকের একচেটিয়া ব্যবহারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ক্ষমতা জোরালো করার এই আত্মঘাতী প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না।’ রিজভী বলেন, ‘ সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি।’
এই বিভাগের আরো খবর