শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ সফরে সুযোগের প্রত্যাশায় বার্ড

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের অবসান হওয়ায় বাংলাদেশ, ভারত সফর এবং অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত। আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখতে যাচ্ছে অসিরা। বাংলাদেশে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য গত ১৬ জুন ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ স্কোয়াডে বাড়তি একজন পেসার যোগ দিবেন। পেসার জ্যাকসন বার্ড প্রত্যাশা করছেন, বাংলাদেশ সফরে তাকে সুযোগ দিবে নির্বাচকরা। ডানহাতি এ পেসার গত ছয় মাসে প্রতিদ্বনিদ্বতাপূর্ণ ক্রিকেট খেলেননি। শ্রীলঙ্কা এবং ভারত সফরে বার্ড দলে ছিলেন না। এর আগে তিন টেস্টে ১৩ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তার দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। কিন্তু দ্বন্দ্বের কারণে অসিরা সফর যায়নি। ফলে নিজেকে প্রমাণের সুযোগ পাননি বার্ড। শুক্রবার আনপ্লেবল পডকাস্টকে বার্ড বলেছেন,‘আমি জানি না এ মুহুর্তে নির্বাচকরা ঠিক কি চিন্তা করছেন! আগামী সপ্তাহে হয়ত শেষ সিদ্ধান্ত আসতে পারে। আশা করছি নির্বাচকদের সিদ্ধান্ত আমার পক্ষে আসবে। কিন্তু এটা আমার হাতে নেই।’ জ্যাকসন বার্ডের দলে জায়গা হবে কি না তা নিশ্চিত নয়। তবে তাকে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আটদিনের ট্রেনিং ক্যাম্পে ডাকা হয়েছে। ডারউইনে আটদিনে ক্যাম্পে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। ১৩ সদস্যের দলে তিন পেসার এরই মধ্যে নিয়েছেন নির্বাচকরা। জেমস প্যাটিনসন, প্যাট কামিন্সের সঙ্গে হাত ঘুরাবেন জস হ্যাজেলউড। পেসার মিচেল স্টার্ক সুস্থ হলে তাকে নেয়া হত। কিন্তু বাঁহাতি এ পেসারের অ্যাশেজের আগে ফেরা নিশ্চিত নয়। সেক্ষেত্রে বার্ড হতে পারেন চতুর্থ পছন্দ। ঢাকায় দুই দলের প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট। এর আগে ২২ ও ২৩ আগস্ট দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে। ৪ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টওয়েট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ ও ম্যাথু ওয়েড।
এই বিভাগের আরো খবর