মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

পাঁচ বছরের জন্য নেইমার পিএসজিতে

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৭   আপডেট: ৪ আগস্ট ২০১৭

ক্রীড়া ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান হল। দীর্ঘদিনের গুঞ্জণ অবশেষে সত্যি হল। ব্রাজিলের সুপারস্টার নেইমার যোগ দিলেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। পাঁচ বছরের জন্য ফ্রান্সের ক্লাবটি নিজেদের তাঁবুতে নেইমারকে যুক্ত করেছে। এর জন্য রেকর্ড ট্রান্সফার ফি গুনতে হয়েছে তাদেরকে। নেইমারকে পেতে ক্লাবটি দিয়েছে ২২২ মিলিয়ন ইউরো। পিএসজি নিজেদের অফিসিয়াল টুইটারে নেইমারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছে,‘পিএসজি অত্যন্ত আনন্দের সঙ্গে নেইমার জুনিয়রের আগমণের ঘোষণা দিচ্ছে।’ অফিসিয়াল ওয়েবসাইটে পিএসজি বলছে,‘ব্রাজিলিয়ান অ্যাটাকিং ফুটবলার আগামী পাঁচ বছর ক্লাবকে প্রতিনিধিত্ব করবে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন নেইমার জুনিয়র।’ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে ট্রান্সফার ফি’র নতুন রেকর্ড গড়েছেন নেইমার। এর আগে ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন পল পগবা। ২০১৩ সালে বার্সেলোনায় যুক্ত হন নেইমার। সান্তোস ছেড়ে বার্সেলোনায় এসে ১৮৬ ম্যাচ খেলেন ব্রাজিলের সুপারস্টার। গোল করেন ১০৫টি। বার্সেলোনায় যোগ হয়ে মেসি ও সুয়ারেজকে নিয়ে শক্তিশালী অ্যাটাক তৈরী করেন ২৫ বছর বয়সি নেইমার। তিনজন পরিচিত ছিলেন ‘এমএসএন’ নামে। কাতালানদের হয়ে প্রথম বছর কোনো শিরোপা না জিতলেও ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জয় করেন নেইমার। এরপর লা লিগা, দুবার কোপা দেল রে জয় করেন। পিএসজিতে বছরে ৪৫ মিলিয়ন ইউরো আয় করবেন নেইমার। সাপ্তাহিক এ আয় দাঁড়াচ্ছে ৮ লাখ ৬৫ হাজার ইউরো। নতুন ক্লাবে যোগ দিয়ে নেইমার বলেছেন,‘ইউরোপের সবচেয়ে উচ্চাভিলাষী ক্লাবগুলির একটিতে যোগ দিয়েছি। আমার মনে হচ্ছে আজ থেকেই আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি আমার নতুন সতীর্থদের সাহায্য করার জন্য যা প্রয়োজন তাই করব।’
এই বিভাগের আরো খবর