বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা ইস্যু : ওআইসিকে ভূমিকা রাখার আহ্বান

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৭   আপডেট: ৩ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। বৃহস্পতিবার দুপুরে সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। ওআইসি মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। মিয়ানমার সরকারের নির্যাতনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা। আর এ অবস্থার উত্তরণে ওআইসি চাইলে ভালো ভূমিকা রাখতে পারে। তিনি ওআইসি মহাসচিবকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জবাবে ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন বলেন, রোহিঙ্গা একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ইসলামী ঐক্যজোটভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরো এগিয়ে নিতে দেশগুলোর মধ্যে নিয়মিত সংলাপ ও মতবিনিময় করা দরকার। একে অপরের সহযোগিতার মাধ্যমে এ বন্ধনকে আরো এগিয়ে নেওয়া যেতে পারে। রওশন এরশাদ নেতা বলেন, সত্যিকারের ইসলামী মূল্যবোধকে বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে ওআইসি আরো কার্যকরি ভূমিকা রাখতে পারে। এ সময় ওআইসির মহাসচিব বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই সুদৃঢ়। ওআইসিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কারণেই ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী ও পর্যটন মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে বর্হিঃবিশ্বে বাংলাদেশ তার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, সালাহউদ্দিন আহমেদ মুক্তি, রওশন আরা মান্নান, খুরশিদ আরা হক উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর