শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

চলন্ত গাড়িতে ধর্ষণ : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও ধর্ষকদের বিচার দাবি

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৭   আপডেট: ৩ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সিদ্ধিরগঞ্জে গোদনাইল পানির কল এলাকায় পণ্যবোঝাই ট্রাকে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তারা বলেন, হাল জামানা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। নৈতিকতা বির্বজিত পরিবেশ পরিস্থিতির কারণে সামাজিক অস্থিরতা মারাত্মক আকার ধারণ করেছে। নৈতিকতা শিক্ষা না থাকায় মানুষ ক্রমেই নীতিহীন হয়ে পশুত্বে পরিণত হয়েছে। ফলে মানুষ জঘন্য পাপাচারে লিপ্ত হতেও দ্বিধা করছে না। সম্প্রতি বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে গিয়ে এক ছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে মা ও মেয়েকে চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। এদিকে বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল পানির কল এলাকায় পণ্যবোঝাই ট্রাকে ১৫ বছরের কিশোরীকে মেহেদী হাছান নামে এক লম্পট ধর্ষণ করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তারা আরো  বলেন, শুধু এ ঘটনা নয়, দেশের বিভিন্ন প্রান্তে সরকার দলীয় লোকজন কর্তৃক নারী ধর্ষণ, হত্যাসহ অনৈতিক কর্মকান্ড সীমা অতিক্রম করছে। এধরণের অনৈতিক কর্মকান্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। কিশোরী ও তার মায়ের প্রকি যে আচরণ করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এধরণের ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে।
এই বিভাগের আরো খবর