বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

‘এক সেকেন্ডের জন্যও মনে হয়নি এই সিরিজটা হবে না’

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৭   আপডেট: ৩ আগস্ট ২০১৭

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। সমঝোতাও হয়েছে। এর মধ্য দিয়ে একমাস ধরে চলা দ্বন্দ্বের অবসান হল। সমঝোতার এমন খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এমন খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এক প্রকার স্বস্তি বিরাজ করছে। অবশ্য অস্ট্রেলিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানায়নি। অস্ট্রেলিয়ার বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে সমঝোতা হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর সাংবাদিকরা কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমরা কিন্তু কখনও এত টেনশনে ছিলাম না। কারণ জানেন যে, এটা তাদের একটা ইন্টার্নাল প্রবলেম ছিল। আর প্রবলেমটা ছিল ক্রিকেট বোর্ড আর ক্রিকেট এসোসিয়েশনের মধ্যে। আমরা জানতাম একদিন না একদিন তারা এটা সমাধান করে ফেলবে। আমরাও আশা করছিলাম। যেহেতু আমাদের সিরিজটা শুরু হওয়ার কথা আগস্ট মাসের শেষের দিকে, সেহেতু আমাদের হাতে সময় ছিল। আর এটাও আমাদের কনফিডেন্ট ছিল যে, সিরিজটা শুরু হওয়ার একদিন আগেও তারা আমাদের আসার কথা বলতো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। অবশ্য বিসিবিকে এখনও অফিসিয়ালি কিছু তারা এখনও জানায়নি। এমনকি কখনই তারা নেগেটিভ কিছু বলেনি। সিরিজটা সবসময়ই হওয়ার কথা ছিল। এক সেকেন্ডের জন্যও মনে হয়নি এই সিরিজটা হবে না। এমনকি তাদের কাছ থেকে এমন কোন নেগেটিভ তথ্যও পাইনি। এই জন্যই তারা গত সপ্তাহে একটা নিরাপত্তা দল পাঠিয়েছিল। তারা এখানকার নিরাপত্তা ব্যাবস্থা ও লজিস্টিক ব্যাবস্থা এগুলো দেখে যথেষ্ট খুশি।’ স্বস্তি ও খুশির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমারা অবশ্যই আনন্দিত যে সিরিজটা হতে যাচ্ছে। কারণ সিরিজটা আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের খুব বেশি বাংলাদেশে টেস্ট খেলার সুযোগ হয় না। তার উপর আমরা আমাদের হোম গ্রাউন্ডে দুইটা/একটা টেস্ট ম্যাচ খেলব এটা খুব বড় ব্যপার আমাদের জন্য। আর এজন্য আমরা খুব খুশি। আমরা এরপর দক্ষিণ আফ্রিকা যাব। আর দক্ষিণ আফ্রিকা যাবার আগে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ খেলা অনেক বড় অভিজ্ঞতা। দুই দুইবার সিরিজ পেছানোর পরও তারা আসছে এজন্য আমরা খুবই খুশি। আর ডেফেনিটলি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ব্যাপার।’
এই বিভাগের আরো খবর