শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

বৈধভাবেও যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ কমছে!

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৭   আপডেট: ৩ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : এবার বৈধভাবেও যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ কমছে। বিশেষ করে আত্মীয়তার সূত্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এ-বিষয়ে প্রস্তাবিত একটি বিলে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কংগ্রেসে পাশ হলে লটারির মাধ্যমে ডাইভার্সিটি ভিসায় (ডিভি) যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ হবে এবং আগমী ১০ বছরে দেশটিতে বৈধভাবে অভিবাসন গ্রহণের সুযোগ ৫০ শতাংশ কমে যাবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ব্যাপক হারে কমে আসার পর বৈধ অভিবাসী কমানোর পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। তবে দক্ষ, সম্পদশালী ও আমেরিকার উন্নয়নে কাজে আসতে পারে- এমন অভিবাসী নেওয়া অব্যাহত রাখবে তারা। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেঁকে ছেঁকে দক্ষ মানুষ নিতে চায় দেশটি। অভিবাসী কমানোর প্রস্তাবিত বিলটি তৈরি করেছেন আরকানসাসের সিনেটর টম কটন ও জর্জিয়ার সিনেটর ডেভিড পারডু। দুজনেই রিপাবলিকান সিনেটর। তবে কংগ্রেসে বাধার মুখে পড়তে পারে বিলটি। কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান আইনপ্রণেতা অভিবাসন প্রক্রিয়ায় সংস্কার চান কিন্তু কঠোর পদক্ষেপের বিরুদ্ধে তারা। ‘রেইজ অ্যাক্ট’ নামে বিলটি তৈরি হয়েছে। এ বিলের মূল বিষয়- কানাডা ও অস্ট্রেলিয়ার মতো মেধার ভিত্তিতে সুদক্ষ লোকদের অভিবাসনের অনুমতি দেওয়া। ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান আইনপ্রণেতাদের দাবি, বর্তমান অভিবাসন আইন সেকেলে। এটি মার্কিন কর্মজীবীদের বেতনে প্রভাব ফেলছে। অভিবাসন প্রার্থীদের যোগ্যতার বিষয়ে তিনি বলেছেন, ‘যারা ইংরেজি বলতে পারে, নিজেদের ও পরিবারের ব্যয় নির্বাহ করতে পারে এবং আমেরিকার অর্থনীতিতে অবদান রাখার মতো যোগ্যতা রয়েছে যাদের, তারাই প্রতিযোগিতামূলক এই অভিবাসন প্রক্রিয়ায় সুবিধা পাবে।’ বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের বৈধতা পাওয়ার পথও প্রায় রুদ্ধ হয়ে যাবে। তথ্যসূত্র : রয়টার্স অনলাইন
এই বিভাগের আরো খবর