শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

অজ্ঞান করে নারীদের চুল চুরি!

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৭   আপডেট: ৩ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যজনকভাবে অজ্ঞান করে নারীদের মাথার চুল চুরি করা হচ্ছে! এ নিয়ে আতঙ্কে ভুগছে ভারতের হরিয়ানা ও রাজস্থান রাজ্যের নারীরা। এই দুই রাজ্যের প্রায় ৫০ নারীর মাথা থেকে চুল কেটে নেওয়া হয়েছে। কিন্তু এখনো রহস্যজনক চোর বা চোরগোষ্ঠীর হদিস করতে পারেনি পুলিশ। ৫৩ বছর বয়সি গৃহিনী সুনিতা দেবী হরিয়ানার গুরগাঁও জেলার ভীমগড় খেরির বাসিন্দা। শুক্রবার তার মাথা থেকে রহস্যজনক চোর চুল কেটে নিয়ে গেছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘হঠাৎ তীব্র আলোর ঝলকে আমি অজ্ঞান হয়ে গেলাম। এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে আমি দেখি, আমার চুল কেটে নেওয়া হয়েছে।’ ওই ঘটনার পর সুনিতা দেবী মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, ‘আমি ঘুমাতে পারছি না অথবা কোনো কিছুতে মনও বসাতে পারছি না। রাজস্থানে এ ধরনের ঘটনা ঘটার কথা শুনেছি। কিন্তু আমি ভাবতেও পারি না, আমার সঙ্গেও এমন কিছু হয়েছে।’ ভূতেড়ে নাপিতের কাণ্ডকারখানার কথা প্রথমে সামনে আসে জুলাই মাসে। তা ছিল রাজস্থানের ঘটনা। কিন্তু পরে একই ধরনের কাণ্ড ঘটতে শুরু করে হরিয়ানা, এমন কি দিল্লি পর্যন্ত। সুনিতা দেবীর প্রতিবেশীরা তাকে তার মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করছে। তিনি জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চকচকে কাপড়চোপড় পরা এক বয়স্ক ব্যক্তি তার ওপর হানা দেয়। তখন তিনি বাড়ির নিচতলায় ছিলেন। বড় ছেলে ও বউমা ওপরের তলায় ছিলেন। তারা কিছু দেখেননি বা শোনেননি। বিস্ময়ের বিষয় হলো- সুনিতা দেবীদের ঘনবসতিপূর্ণ এলাকায় গুপ্ত চুল চোরকে কেউ দেখেনি। কোনো পথে এল, কোন পথে গেল- কেউ তা দেখেনি। সুনিতা দেবীর প্রতিবেশী মুনেশ দেবী এ ঘটনার কথা শুনে হতবাক। তার ভাষ্য, সরু গলির দুই পাশে ২০টির মতো বাড়ি। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে লোকজন গমগম করে। খাওয়ার পর গল্পগুজবের জন্য বসে অনেকে। শুক্রবারও এর ব্যক্তিক্রম ছিল না। কিন্তু তারা কাউকে সুনিতার বাড়িতে যেতে বা সেখান থেকে বেরিয়ে আসতে দেখেনি। এখানেই শেষ নয়। পরের দিন সুনিতার বাড়ি থেকে কয়েক গজ দূরে আশা দেবীর মাথার চুল কেটে নিয়ে গেছে একই কায়দায়। কিন্তু এ ঘটনায় চোর ছিল এক নারী। আশার শ্বশুর সুরাজ পাল জানিয়েছেন, এ কাণ্ডের পর পুত্রবধূ ও বাড়ির অন্য নারীদের উত্তর প্রদেশে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তিনি। সুরাজ পাল বলেন, ‘এ ঘটনার পর নারীদের মধ্যে মারাত্মক আতঙ্ক কাজ করছে। তারা ভীত হয়ে পড়েছে। আমি বললাম, কিছু দিনের জন্য ঘুরে এসো। আমাদের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ তথ্যসূত্র : বিবিসি অনলাইন
এই বিভাগের আরো খবর