শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

কলম্বো টেস্টে ফিরছেন রাহুল

প্রকাশিত: ২ আগস্ট ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

ক্রীড়া ডেস্ক : অসুস্থ থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তবে সুস্থ হওয়ায় কলম্বো টেস্টে ফিরছেন দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় এ ওপেনার। তার দলে ফেরার কথা নিশ্চিত করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার কলম্বোতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ভারতের হয়ে ওপেনিংয়ে দেখা যাবে রাহুলকে। তার দলে ফেরায় ওপেনিংয়ে জায়গা ছেড়ে দেওয়া লাগতে পারে অভিনব মুকন্দকে। গলে ভারতের ৩০৪ রানের বড় জয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৮১ রান করেছিলেন তিনি। অন্যদিকে প্রথম ইনিংসে ১৯০ রান করায় শিখর ধায়ানকে হয়তো বসিয়ে রাখতে চাইবেন না ভারতীয় নির্বাচকরা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন লোকেশ রাহুল। এরপর ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি ২৫ বছর বয়সি এ ওপেনার। তার দলে ফেরা নিয়ে কোহলি বলেন, ‘কেএল(রাহুল) আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। আমার মনে হচ্ছে প্রথম টেস্টের একজন ওপেনারকে জায়গা ছেড়ে দেওয়া লাগতে পারে। গত দুই বছরে দলে তার অবদান বেশ সমৃদ্ধ। সে দলে ফেরার যোগ্যতা রাখে। দলের অনুশীলন শেষে আমরা একটি টিম মিটিংয়ে বসবো। তবে এটা পরিস্কার যে রাহুল নিশ্চিতভাবে ফিরছেন।’
এই বিভাগের আরো খবর