শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

যুক্তরাষ্ট্রে চীনা কনস্যুলেটে বন্দুক হামলা

প্রকাশিত: ২ আগস্ট ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চীনা কনস্যুলেটে বন্দুক হামলা চালিয়েছে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে হামলার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের প্রধান মাইকেল লোপেজ জানিয়েছেন, হামলায় কেউ আহত হয়নি। স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে এ হামলার ঘটনা ঘটে। পরে হামলাকারী ব্যক্তির লাশ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। সে নিজের বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে আত্মহত্যা করেছে। চীন কনস্যুলেট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, এ ঘ্টনায় তারা চরম উদ্বিগ্ন। কনস্যুলেট ভবনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া এ ঘটনার রহস্য উদঘাটনেরও অনুরোধ জানিয়েছে চীনা কর্মকর্তারা। তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষ বন্দুকধারীকে সনাক্ত করতে পারেনি। তবে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হামলাকারীর বয়স প্রায় ৬০ বছর এবং সম্ভবত সে এশীয় বংশোদ্ভূত। কনস্যুলেট ভবনের নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ওই হামলকারী কমপক্ষে ১৭ রাউন্ড গুলি ছুঁড়েছিল। গুলিতে ভবনের জানালা ও সামনের অংশ ছিদ্র হয়ে গেছে।
এই বিভাগের আরো খবর