শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আশুলিয়ায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২ আগস্ট ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘন্টা পর মঙ্গলবার (০১ জুলাই) রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি তবে আগুনে গোডাউনে থাকা অন্তত ৫ কোটি টাকার ঝুট কাপড় পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (০১ জুলাই) রাত ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকায় মতিনের ঝুট গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন জানান,, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। মোট ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪ ঘন্টা পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোডাউনে থাকা অন্তত ৫ কোটি টাকার ঝুট কাপড় পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পানি স্বল্পতা থাকার পরও ফায়ার সার্ভিসের অক্লান্ত চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই বিভাগের আরো খবর