বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

ফিরে এলো বাঙালির শোকাবহের মাস আগষ্ট, গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি

প্রকাশিত: ১ আগস্ট ২০১৭   আপডেট: ১ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডট কম) : শুরু হলো বাঙালির শোকাবহের মাস আগষ্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের।  সেদিন বিদেশে থাকায় ভাগ্যের জোরে বেঁেচ গিয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। একাত্তরের পরাজিত শত্রুরা বিষাক্ত সাপের মতো ফণা তুলে গর্ত থেকে বেরিয়ে আসে জাতির পিতার হত্যার মধ্য দিয়ে এবং দেশকে মুক্তিযুদ্ধের মহান আদর্শ ও চেতনা থেকে বিচ্যুত করার দিকে ঠেলে দেয়। সেই হত্যাকান্ডের বিয়োগান্ত অধ্যায় সূত্রে জাতি আগস্ট মাসজুড়ে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের। ঘৃনা-ধিক্কার জানায় মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী চক্রান্তকারী ঘাতকদের। এই আগস্টেই ঘটেছিল জাতির ইতিহাসের আরও একটি বিয়োগান্তক ঘটনা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা  শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই গ্রেনেড হামলা থেকে আওয়ামী লীগ সভাপতি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ঝরে গিয়েছিল মহিলা আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৪টি তাজা প্রাণ। বঙ্গবন্ধু হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে এর বিচারের পথ পর্যন্ত রুদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পর কলঙ্কিত সেই অধ্যাদেশ বাতিল এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া আর প্রতিবন্ধকতা অবসান ঘটিয়ে ২০১০ সালের ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু হত্যার বিচারের চুড়ান্ত রায় এবং পরবর্তী সময়ে পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর করা হলেও এখনও পলাতক রয়েছে বঙ্গবন্ধুরবাকি ছয় খুনি। তাই পুরো জাতি এখনও  প্রতিক্ষার প্রহর গুনছে ফাঁসি কার্যকর করার জন্য। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো শোকের মাসের মাসব্যাপী সারাদেশে কর্মসূচি শুরু করেছে। নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। যা শোকের মাসের প্রথমদিন থেকেই কার্যকর করা হয়েছে। মহানগর এলাকায় কালো পতাকা উত্তোলন এবং পতাকাকে অর্ধনমিতকরণ করে রাখা হয়। ৬ আগস্ট জাতির পিতার খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও সভা, ১০ আগস্ট মহানগর এলাকার অধীনে সরকারি তোলারাম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা, ১১ থেকে ১৪ আগস্ট কলেজ ও বিশ্ব¦বিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শন ও দেয়াল লিখন কর্মসূচি। ইতিমধ্যে শামীম ওসমান ১৩ আগষ্ট একটি শোক র‌্যালী বের করার ঘোষনা দিয়েছেন এবং ১৫ আগস্ট কলেজ, থানা ওয়ার্ডের দলীয় সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী  নিবেদনসহ  অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, পবিত্র সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা উপলক্ষে মহানগর সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা মিছিল, ২১ আগস্ট সকল ইউনিট এলাকায় শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আওয়ামীলীগ কর্মসূচিতে অংশগ্রহণ এবং ২২ থেকে ২৬ আগস্ট কলেজ, থানা ও ওয়ার্ডে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এই বিভাগের আরো খবর