বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

চাষাড়ায় প্রবাসীর বাসায় চুরি : সিসি টিভি ফুটেজ থাকলেও গ্রেপ্তার নেই

প্রকাশিত: ১ আগস্ট ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : সিসিটিভিতে চোরদের মালামাল নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ পাওয়ার পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত শনিবার (২৯ জুলাই) দিন-দুপুরে লোকচলাচলের মাঝে শহরের নিউ চাষাড়ায়  দুবাই প্রবাসী রাজা মিয়ার বাসায় ঢুকে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়। এতে দুবাই প্রবাসী রাজা মিয়া ৩১ জুলাই অজ্ঞাত আসামী উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৫৯৭১(৩)/১)। মামলার বাদী রাজা মিয়ার অভিযোগ অনুসারে, ৩/৩ নিউ চাষাড়ার আব্দুর রহমান সড়কে শাহীন ডাক্তারের গলিতে মামুন চৌধুরীর বাড়ির চতুর্থ তলায় দুবাই প্রবাসী রাজা মিয়া স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া থাকেন। ঘটনার দিন রাজা মিয়ার ছেলে ইমন (১৯) তার কলেজে যাওয়ার উদ্দেশ্যে, স্ত্রী ইভা (৩০) সকাল সাড়ে ন’টায় মেয়ে রিয়া মনি  (১৩) কে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। তারপর সকাল ১০ টা ২৫ মিনিটে রাজা মিয়া তার ফ্ল্যাট থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর পরপরই আগে থেকে ওঁত পেতে থাকা চোরের দল সকাল ১০ টা ২৫ মিনিটে বাড়িতে ঢুকতে দেখা যায়। চোররা ফ্ল্যাটে ঢোকার আগে পাশের দুই ফ্ল্যাটের দরজা আটকে দেয়। তারপর রাজা মিয়ার ফ্ল্যাট থেকে স্বর্ণ, একটি আইপ্যাড, একটি এইচপি ল্যাপটপ ও নগদ টাকা সহ প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামী উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত দাস বলেন, তদন্ত কার্যক্রম চলছে, আমরা ভিডিও ফুটেজ হাতে পেয়েছি।
এই বিভাগের আরো খবর