শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

রেল স্টেশন উচ্ছেদের প্রস্তাব প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসনকে স্মারক লিপি প্রদান

প্রকাশিত: ১ আগস্ট ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ডটকম): নারায়ণগঞ্জ রেলস্টেশন উচ্ছেদের প্রস্তাব প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসক বারাবর স্মারক লিপি প্রদান করেছে ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। সংগঠনটির আহ্বায়ক এবি সিদ্দিক এবং সদস্য সচিব মোঃ সানোয়ার তালুকদার এর নেতৃত্বে ১ আগষ্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় , যানজট সৃষ্টির অন্যতম কারণ হিসেবে রেল লাইনকে দেখিয়ে এটি উচ্ছেদ করার প্রস্তাব অসত্য এবং জনবিচ্ছিন্ন। যানজট নিয়ে আমরা অনেকদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করছি। শহরের চাষাড়ায় যানজট সৃষ্টি হয়ে তার বিস্তৃতি লাভ করে বঙ্গবন্ধু রোড, নবাব সলিমুল্লা রোড ফতুল্লা রোডসহ লিংক রোডে। চাষাড়ার গোল চত্বরের চারদিকে বৈধ-অবৈধ সমস্ত প্রকারের পরিবহনের অবৈধ অবস্থানসহ ফুট পাথ দখল এবং অতি সন্নিকটে প্রায় রাস্তার উপর জেলা পরিষদের ডাক বাংলা এবং পুলিশ ফাড়ির অবস্থান। এই ডাক বাংলা ও পুলিশ ফাড়ির আংশিক সরিয়ে ফেলে রাস্তা প্রশস্ত করার দীর্ঘ আন্দোলন ও বৈঠক করেও এখন পর্যন্ত কোন সুরাহা হয় নাই। তারা আরো উল্লেখ করেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল সরিয়ে চাষাড়ার অদুরে স্থানান্তর করলে, সেই শহরে আন্ত:জেলা বাস প্রবেশ নিষিদ্ধ করলে, ট্রাক রাত ৯.০০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের অভ্যন্তরে প্রবেশ সীমিত রেখে ও যত্রতত্র বৈধ অবৈধ যানবাহন থামাতে না দিলে এবং ট্রাফিক পুলিশ সহ প্রশাসন আন্তরিক হলে নারায়ণগঞ্জে যানজটের থাকার কোন কথা না। দেশে এবং বিদেশে প্রত্যেক শহরের মধ্যে ট্রেন চলাচল অতি সাধারণ ব্যপার। এ নারায়ণগঞ্জের রেল স্টেশন উচ্ছেদ করলে কয়েক লক্ষ দরিদ্র , দরিদ্র ও নি¤œবিত্ত লোককে চাষাড়ায় অন্যযানবাহনে আসতে হলে কম পক্ষে অতিরিক্ত ৫০/৬০ টাকা ব্যয় করতে হবে। সেই কয়েকশত যানবাহন প্রয়োজন হবে। ফলে যানজট আরো প্রকট হবে।
এই বিভাগের আরো খবর