শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

কাবুলে ইরাকের দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৭   আপডেট: ৩১ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় দূতাবাসের দুই রক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। সোমবার কাবুলের শার-এ-নে এলাকায় অবস্থিত ইরাকের দূতাবাসে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী মোট চারজন ছিল। তাদের একজন কাবুলের শার-এ-নে এলাকায় অবস্থিত ইরাকের দূতাবাসের প্রবেশ পথে শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটায়। পরে বাকি তিনজন ভেতরে প্রবেশ করে। এরপর আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলার পর গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শুনছিলেন তারা। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাদের শীর্ষ কূটনীতিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তিনি এখন মিশরের দূতাবাসে রয়েছেন। তবে আফগান সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা জানানো হয়নি। এদিকে ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। উল্লেখ্য, গত সোমবারই কাবুলের শিয়া অধ্যুষিত একটি এলাকায় গাড়ি বোমা হামলায় ৩০ জন নিহত হয়।
এই বিভাগের আরো খবর