শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

‘প্লিজ আসুন, আমার মুখে একটি অজগর’

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৭   আপডেট: ২৯ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: প্লিজ আসুন! আমার মুখে একটি অজগর সাপ আটকে রয়েছে!’ জরুরি সেবার ৯১১ নম্বরে ফোন করে এভাবেই মিনতি করছিলেন যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের এক নারী। এ ধরনের তথ্য শুনে অবাক হয়ে যান কল সেন্টারে থাকা অপারেটর। তিনি আবারও ওই নারীর কাছে জানতে চান ‘ম্যাম কী আটকে রয়েছে? মানে আপনার মুখে আটকে থাকা একটি অজগর নিয়ে আপনি বাইরে আছেন?’ আতঙ্কগ্রস্ত ওই নারী ব্যাখ্যা করলেন, ৫ ফুট ৫ ইঞ্চির একটি সাপ তাকে জড়িয়ে ধরেছে এবং তার নাকে কামড় দিয়েছে। ৪৫ বছর বয়স্ক নারী ৯১১ নম্বরের অপারেটরকে বলেন, ‘চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ছে।’ এ সময় ‘এমনটি আমি কখনও শুনিনি’ মন্তব্য করে হতচকিত অপারেটর ওই নারীকে নড়াচড়া না করতে অনুরোধ করেন। এরপর দ্রুত একটি অ্যাম্বুলেন্স ওই নারীর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়, তার বাড়ির সামনে গিয়ে দেখা যায় গলায় সাপ জড়ানো অবস্থায় সেখানে পড়ে রয়েছেন তিনি। এ বিষয়ে ফায়ার সার্ভিস প্রধান টিম কর্ড জানান, সাপটি ওই নারীর ঘাড় জড়িয়ে ছিল এবং নাক কামড় দিয়ে ধরে রেখেছিল। তার মুখ থেকে সাপটি ছোটাতে তাদেরকে ছুরি দিয়ে সাপটির মাথা কেটে ফেলতে হয়।অজগর তার শিকারদের এমনভাবে জড়িয়ে ধরে যাতে রক্ত এবং অক্সিজেন তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গে যেতে না পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) ওই ঘটনার পর আক্রান্ত নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার জীবন ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই নারীর আরও ১১ টি সাপ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর