শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

শচীনকে টপকে গেলেন কোহলি

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৭   আপডেট: ২৮ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: বর্তমান ক্রিকেট বিশ্বের ভয়ঙ্করতম ব্যাটসম্যান বিরাট কোহলি। তাতে কারোই কোনো সন্দেহ নেই আপাতত। কিন্তু মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে টপকে যাওয়া চাট্টিখানি কথা নয়। যদিও পরিসংখ্যান কিংবা খ্যাতি কোনো দিক দিয়েই শচীনের কাছাকাছিও নেই কোহলি। ২০০৮ সালে ডাম্বুলায় এই শ্রীলঙ্কার বিপক্ষেই অভিষেক হয়েছিলো শচীন টেন্ডুলকারের দ্বিতীয় সংস্করণ বিরাট কোহলির। সেই থেকে বিদেশের মাটিতে আজকের ম্যাচ পর্যন্ত খেলেছন ১৭টি ম্যাচ। তাতেই বিদেশের মাটিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। অথচ বিদেশের মাটিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করতে শচীনের খেলতে হয়েছিলো ১৯টি ম্যাচ। এই ক্ষেত্রে শচীনকে টপকে গেলেন কোহলি। শচীনের থেকে ২ ইনিংস কম খেলে এই রেকর্ড গড়লেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সতীর্থদের ব্যাট হাসলেও ব্যাট হাসাতে পারেননি কোহলি। প্রথম ইনিংসে ৮ বল মোকাবেলায় করেছিলেন মাত্র ৩ রান। দ্বিতীয় ইনিংসে এখনও ৭৬ রানে অপরাজিত আছেন তিনি।
এই বিভাগের আরো খবর