শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আড়াইহাজারে বিএনপির সভাপতি প্রার্থী অনুকে কুকুরের সাথে তুলনা করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ২৭ জুলাই ২০১৭   আপডেট: ২৭ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : আড়াইহাজারে থানা বিএনপির সভাপতি প্রার্থী ও সাবেক বিআরডি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন অনুকে কুকুরের সাথে তুলনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো যৌথ একটি লিখিত বিবৃত্তিতে জেলা বিএনপির সহ-সভাপতি লৎফর রহমান আব্দু এবং আনোয়ার হোসেন অনু জানান, ২৬ জুলাই রাতে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শরীফ তার ব্যাক্তিগত আইডিতে আওয়ামী লীগের সাবেক এমপি এমদাদুল হক ভূঁইয়া ও আনোয়ার হোসেনকে জড়িয়ে স্ট্যাটাসে লিখেছেন, “এই ধরনের মানুষদেরকেই পাগল বলে। এদের মধ্যে এবং কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই।” বিবৃত্তিতে তারা উল্লেখ্য করেন, রাজনৈতিক শিষ্টারচার বির্হভূত এমন স্ট্যাটাস দেয়ায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু বলেন, একটি কলেজের ভিপি হয়ে সিনিয়র নেতাদের নিয়ে যে নোংড়া স্ট্যাটাস দিয়েছেন। একজন ছাত্রনেতা থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আমি আব্দু এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনু তার কলামে উল্লেখ্য করেন, একজন রাজনৈতিকবিদ আরেক রাজনৈতিকবিদের বাসা বা অফিসে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যেতেই পারেন। এতে দোষের কিছু নাই বলে আমি মনে করি। ভিপি শরীফ দুইনেতার আলাপচারিতার বেশ কিছু ছবি তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে কুকুরের সাথে তুলনা করে স্ট্যাটাস দিয়েছেন। আমি অনু এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় তিনি আইনী ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ্য করেন। এদিকে, প্রসঙ্গত, রোজার ঈদের পরের দিন আওয়ামী লীগের সাবেক এমপি এমদাদুল হক ভূঁইয়া তার নিজ বাড়িতে যাওয়ার পথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আড়াইহাজার পৌরসভা বাজারে বিএনপির নেতা আনোয়ার হোসেন অনুর ব্যাক্তিগত অফিসে যান। এসময় দুইনেতার মধ্যে একান্ত আলাপচারিতার বেশ কিছু ছবি আড়াইহাজার সরকারি কলেজের ভিপি শরীফ তার ব্যাক্তিগত আইডিতে নোংড়া একটি স্ট্যাটাস দিয়ে পোষ্ট করেন।
এই বিভাগের আরো খবর