বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনও আপস নয়: সিইসি

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৭   আপডেট: ২৫ জুলাই ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোন রাজনৈতিক দলের সঙ্গে আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচন হবে গণতান্ত্রিক পন্থায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন সম্পন্ন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্য একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা। এবং সেই সঠিক ভোটার তালিকার মাধম্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। যারা ভোটার তালিকা প্রণয়ন করবেন তারা দায়িত্ববোধ থেকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবেন। ভোটার তালিকা হালনাগাদের মাঠ কর্মীদের দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ক্ষেত্রে কোন রকম ভুল ভ্রান্তি, শিথিলতা কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না। গাফিলতির এমন অভিযোগ আসলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত কমিশানার মোজাম্মেল হক, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ খান প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চমবারের মত সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে বাদ পড়া ৩৫ লাখসহ নতুন ভোটাররা যুক্ত হবে তালিকায়। ২০০০ সালের পয়লা জানুয়ারি কিংবা তার আগে যাদের জন্ম তারাই কেবল ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। নতুন ভোটারদের তথ্য সংগ্রহ চলবে ৯ আগস্ট পর্যন্ত। ২ জানুয়ারি খসড়া তালিকা প্রণয়নের পর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি। এই ভোটার তালিকায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এই বিভাগের আরো খবর