শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

আইসিসি নারী একাদশের অধিনায়ক মিতালি

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৭   আপডেট: ২৫ জুলাই ২০১৭

ক্রীড়া ডেস্ক : খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি ভারতের মেয়েদের। কয়েকদিন আগে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে তাদের হৃদয় ভেঙে স্বপ্নের বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড নারী দল। তবে ফাইনালে হারলেও আইসিসি নারী বিশ্বকাপের একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ভারতের মিতালি রাজকে। সদ্য শেষ হওয়া আসরে রানার্সআপ হওয়া ভারতীয় দলের হারমানপ্রীত কাউর ও দীপ্তি শর্মাকে আইসিসি’র সেরা একাদশে রাখা হয়েছে। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ কথা নিশ্চিত করেছে। নারী বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানে হেরেছে ভারত। লর্ডসে রোমাঞ্চকর ওই ফাইনালেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মিতালি রাজ। পুরো টুর্নামেন্টেই তার ব্যাট আলো ছড়িয়েছে। তাছাড়া বিচক্ষণ নেতৃত্বেও ভারতকে শিরোপা জয়ের মঞ্চে নিয়ে গিয়েছিলেন ৩৪ বছর বয়সি এ ক্রিকেটার। বিশ্বকাপে সব মিলিয়ে ৪০৯ রান করেছেন মিতালি। কোয়ার্টার ফাইনালে ভারতের ১৮৬ রানের বড় জয়ে তার ব্যাট থেকে এসেছিল ১০৯ রানের চমৎকার এক ইনিংস। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের শুরুতে ৭১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬, শ্রীলঙ্কার বিপক্ষে ৫৩ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিস্টলে ৬৯ রানে নিজের সেরাটা জানান দিয়েছিলেন তিনি। আইসিসি বিশ্ব একাদশে ইংল্যান্ডের চার নারী ক্রিকেটার রয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের রয়েছেন ৩জন। এছাড়া অস্ট্রেলিয়া দলের এলিয়েস পেরি এই একাদশে স্থান পেয়েছেন। আইসিসি নারী বিশ্বকাপ একাদশ : তামসিন বিঅ্যামাউন্ট, লারা ওলভার্ট, মিতালি রাজ (অধিনায়ক), এলিয়েস পেরি, সারাহ টেইলর (উইকেট রক্ষক), হারমানপ্রীত কাউর, দীপ্তি শর্মা, মারিজানে কাপ্প, ড্যান ভান নাইকার্ক, অ্যানা শ্রাবসোল, অ্যালেক্স হার্টলি।
এই বিভাগের আরো খবর