শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

পাঠাগারের নতুন বই কেনার জন্য বিকেএমইএ’র পক্ষ থেকে ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭   আপডেট: ২৩ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : বাজেট ঘোষণার প্রশ্নত্তোর পর্বে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির মেয়র আইভীকে প্রশ্ন রাখেন, এ বছরের বাজেটে মাত্র পাঁচ লাখ টাকা পাঠাগারের জন্য নতুন বই কেনার জন্য খুবই সামান্য। এর উত্তর দেয়ার সময় সাংসদ একেএম সেলিম ওসমান মেয়র আইভীকে জানান, বিকেএমইএ’র পক্ষ থেকে নতুন বই কেনার জন্য ২০ লাখ টাকা দেওয়া হবে। মেয়র আইভী বলেন, পর্যায়ক্রমে প্রতি বছরই নতুন বই কেনার জন্য বরাদ্দ রাখা হবে। এ বছরও এর বরাদ্দ আরো বাড়ানো হবে। প্রসঙ্গত, নতুন কোন করারোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০১৭-২০১৮ অর্থবছরে ৬’শ ৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকার  ঘোষনা করেছেন নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভি। বাজেট ঘোষণার পাশাপাশি মেয়র আইভী জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রোববার সকাল ১১ টায় শহরের নগর ভবন প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণার অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোহাম্মদ আলী। এছাড়াও, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামূল হক, নাগরিক কমিটির নারায়ণগঞ্জের আহবায়ক এবি সিদ্দিকী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংবাদিকবৃন্দ, সাতাশ ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর