শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

৫৩৭ জনকে বিআরটিসি’তে স্থায়ী নিয়োগ দানের অভিযোগে দুদকের মামলা থেকে তৈমূরকে অব্যহতি

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭   আপডেট: ২০ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার, (যুগের চিন্তা ২৪ ডটকম) : জেলার ৫৩৭ জনকে বিআরটিসি’তে স্থায়ী নিয়োগ দানের অভিযোগে দুদকের দায়ের করা মামলা থেকে বিএনপি চেয়ারপার্সেনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। বৃহস্পতিবার বিকেলে তৈমূর আলম খন্দকারের পক্ষে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জনাব এ.এম.এনায়েতুর রহিম এবং বিচারপতি শহিদুল করিম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ফৌজদারী মিস ১৪৩৩৯/২০০৮ মোকদ্দমার পর পর কয়েক দিন শুনানীর শেষে বৃহস্পতিবার এ রায় দেন। এড. তৈমূর আলম খন্দকারের পক্ষে হাই কোর্টে মামলা শুনানী করেন এ্যাপিলেট ডিভিশনের আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজে এবং ব্যারিষ্টার আবদুল্ল্যাহ আল মামুন, এড. এস.এম. আলী, এড. মিতা ইয়াসমিন ও ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার। প্রসঙ্গত, নারায়নগঞ্জ জেলার ৫৩৭ জনকে বিআরটিসিতে স্থায়ী চাকুরীতে নিয়োগ দেয়ার অভিযোগে দূর্নীতি দমন কমিশন কর্তৃক বিআরটিসি’র তৎকালিন চেয়ারম্যান এড. তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে পল্টন থানায় ৩৭(৪)২০০৭ মামলা দায়ের করেন। দূর্নীতির কোন সম্পৃক্ততা না পাওয়ায় মামলার দায় থেকে এড. তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি প্রদানপূর্বক মামলাটি কোয়াসমেন্ট করেন। এ প্রসঙ্গে এড. তৈমূর আলম খন্দকার বলেন, চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা বিষ্ফোরন করে ২২ জন নিরীহ লোককে হত্যার প্রধান আসামীসহ অনেক লোমহর্ষক অভিযোগে জঘন্য জঘন্য মামলা ও ষড়যন্ত্র থেকে আল্লাহই আমাকে রক্ষা করবেন। আমি যা বলি প্রকাশ্যে বলি, আমি কারো বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করি না। তাই কোন ষড়যন্ত্রই আমার বিরুদ্ধে কার্যকর হবে না। তিনি আরো বলেন যে, দুদক নিজেই একটি দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান। দুদকের কোন নিজস্ব নিরপেক্ষতা ও স্বাধীনতা ছিল না এবং বর্তমানেও নাই। ১/১১ সরকারের টাস্ক ফোর্সের কৃতদাস হিসাবে দূদক ব্যবহৃত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। দূর্নীতি দমন করতে হলে প্রথমে দুদকে স্বচ্ছতা আনতে হবে।
এই বিভাগের আরো খবর