শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

গোপনীয়তা নাগরিকের মৌলিক অধিকার : ভারতীয় সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ২৪ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : ব্যক্তিগত গোপনীয়তা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা করে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে নয় বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার ঐতিহাসিক এ রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, গোপনীয়তা রক্ষার অধিকার ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র তৈরির বিতর্কিত প্রকল্প গ্রহণ করলে এ নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তার পরিপ্রেক্ষিতে আদালত রায় দিলেন, গোপনীয়তা রক্ষা নাগরিকের মৌলিক অধিকার এবং জীবন ধারণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার রক্ষা নিয়ে কাজ করা গোষ্ঠী ও সংস্থা দাবি করে আসছিল, বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয় তৈরি হলে তাতে নাগরিকের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হওয়ার আশঙ্কা আছে। কিন্তু সরকার চাইছিল, এ পদ্ধতিতে প্রত্যেক নাগরিকের নিবন্ধন বাধ্যতামূলক করতে। তবে এই রায়ের মাধ্যমে সর্বোচ্চ আদালতের আগের দুটি রায় খারিজ হলো। ওই দুই রায়ে বলা হয়েছিল, গোপনীয়তা ব্যক্তির মৌলিক অধিকার নয়। রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটিশনকারীদের পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। তিনি বলেন, এবার অপেক্ষাকৃত ছোট বেঞ্চ আধার কার্ডের বৈধতা খতিয়ে দেখতে পারবেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন
এই বিভাগের আরো খবর