বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ম. সেন্টু, টিপু ও রনি!

প্রকাশিত: ১১ জুলাই ২০১৭   আপডেট: ১১ জুলাই ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : মনিরুল আলম সেন্টুর বক্তব্যে, আবু আল ইউসুফ খান টিপু ও মশিউর রহমান রনি গনধোলাই ঘোষনা নিয়ে বিএনপি’তে আবারো কাদাঁ ছোড়াছুড়ি শুরু হয়েছে। যা কাল বৈশাখী রূপে বিএনপিতে আঘাত আনছে। ঐক্যবদ্ধ বিএনপিকে লন্ডভন্ড করায় গভীর ষড়যন্ত্র করছে জিয়া পরিবারের শত্রুরা। এতে হাত মিলিয়েছে বিএনপি’র শিকরে ধরা কিছু ফল। যে ফল টক, মিষ্ট ও ঝাল নেই। আছে অন্যর উপরে ভর করে চলা। আর ধ্বংস করা। তাদের প্রতিহত করাই হলো তৃনমূল বিএনপি’র কাজ। জ্বিনের আছড় সিলসিরা চালাতে হবে তাদের উপর। এভাবেই বিএনপি’র এই তিন নেতার উপর ক্ষেপেছে তৃনমূল বিএনপি নামে একটি সংগঠন। তারা অচিরেই বেগম জিয়ার কাছে যাবেন। এদিকে তৈমুর আলম ও গিয়াস উদ্দিনের ঐক্যবদ্ধ বিএনপি জন্য কোন ষড়যন্ত্র কিনা তার জন্য বেগম জিয়ার নিজস্ব টিমটি আজ নারায়ণগঞ্জে বিভিন্ন উপজেলায় তৃনমূল কর্মীদের সাথে কথা বলেছেন। জানা গেছ, গত শনিবার গিয়াস-তৈমুর ও সেন্টু এক মঞ্চে বিএনপি নবায়ন ও নতুন সদস্য ফর বিতরন কালে সেন্টু তার বক্তব্যে বলেন, জেলা বিএনপি’র নেতারা তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তারা আওয়ামীলীগের ভয়ে মাঠে নামতে পারবেনা। তাদের দিয়ে জেলা বিএনপি চলতে পারেনা। আমাদের দাওয়াত না দিলেও আমরা অনুষ্ঠানে যাবো। দেখবেন আমাদের ভয়ে পালিয়ে যাবে বর্তমান জেলা বিএনপি’র নেতারা। আর এক সহ সভাপতি যদি শুনে আমরা অনুষ্ঠানে আসার প্রস্তুতি নিয়েছি, সে এসি রুমের ঘর থেকে বের হবেনা। এবিষয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সেন্টুকে তার বক্তব্যে প্রত্যাহার করার আহবান করেছে। অনথ্যায় তাকে জেলায় অবাহ্নিত ঘোষনা করা হবে। মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন সেন্টুকে যেখানে পাওয়া যাবে সেখাইে গনধোলাই দেওয়া হবে। সে গুপ্তচর হয়ে কাজ করছে। তাকে প্রতিহত করতে হবে। এমন বক্তব্যে গনমাধ্যমে প্রচার হলে বিষয়টি নিয়ে মনিরুল আলম সেন্টু বলেন, যার শিকড় নেই তার আবার বড় কথা। স্বর্ণ লতার মতো ভর দিয়ে চলা ব্যাক্তি আর কি বলবে। টিপু সেখানেই গিয়েছে সেখানেই ধব্বংস করেছে। মরহুম সাবেক এমপি সিরাজুল ইসলামের উপর জি¦নের মতো ভর করেছে তাকে ধব্বংস করেছে। সিটি নির্বাচনের এ্যাডঃ শাখাওয়াতের উপর ভর করেছে তাকে ধব্বংস করেছে। তিনি আরো বলেন, শিকড় ছাড়া স্বর্ণ লতা গাছে চড়ে টিপুও শিকর ছাড়া নেতা। শিকড় বিহীন টিপু কোন কিছু সৃষ্টি না করতে পারলেও দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে তার কোন জুড়ি নাই। তিনি আরো বলেন, রনি কার লোক তা সবাই জানে। সে এক ব্যাক্তির কর্মচারী। মাস শেষে হাত পেতে বেতন নিয়ে থাকে এমন কর্মচারী মুখে এমন কথায় মানায়। যখন মাঠে যাবো দেখা যাবে কে থাকে আর কে না থকে। তবে বিএনপি একটি রড় রাজনৈতিক দল। মধ্যে মতপার্থক্য থাকবে। তাই বলে অমন বক্তব্য বা ঘোষনা কখনোই সভ্যতার লক্ষণ নয়। এদিকে তৃনমূল বিএনপি নেতারা বলছে, জিয়া পরিবারের শত্রুরা আবার বিএনপি’কে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ বিএনপিকে লন্ডভন্ড করতে মাঠে নেমেছে। বৈশাখি ঝড়ের মতো টর্নেডোর আঘাতে ছিন্নবিচ্ছিন্ন করতে চাচ্ছে। একজন দলের আদর্শকে ভুলে নির্বাচন করে, অন্য জন নিজ স্বার্থের জন্য দলীয় নেতাদের বিরুদ্ধে কথা বলে। অপর জন এক ব্যাক্তির কর্মচারী হয়ে মাসিক বেতন ভুক্তকর্মচারীর মতো কথা বলে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ তিন নেতাকে দলের স্বার্থে গনমাধ্যমে কথা না বলতে তাদের গুরু বা নেতাদের অনুরোধ করছেন তৃনমুল বিএনপি। এদিকে তৈমূর আলম ও গিয়াস উদ্দিনের ঐক্য বিএনপি’র জন্য মঙ্গল নাকি কোন ষড়যন্ত্রের আভাস কি না তার জন্য, বেগম জিয়ার নিজস্ব একটি টিম আজ জেলা ও বিভিন্ন উপজেলায় তৃনমূল বিএনপি কর্মীদের সাথে কথা বলছেন।
এই বিভাগের আরো খবর