বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় আহত ৩, টেম্পু চালক ও হেলপার আটক

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : জেলা পুলিশ লাইনের সামনে টেম্পুর ধাক্কায় পথচারী রুবেলসহ অজ্ঞাত আরো ২ জন আহত হয়েছেন। জনতা রুবেলকে গুরুতর অবস্থায় উদ্ধার খানপুর হাসাপতালে  পাঠিয়ে দেয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ  টেম্পুর চালক মঞ্জু ও হেলাপর নজরুল ইসলামকে আটক করেছে। আটক মঞ্জু হরিহর পাড়া ও নজরুল লালপুর এলাকায় ভাড়া থাকে। প্রত্যক্ষদর্শীমতে, গার্মেন্টস কর্মী রুবেল পুলিশ লাইন এলাকা দিয়ে হেটে পঞ্চবটির দিকে যাচ্ছিল । এসময় বিপরীত দিক থেকে আসা  টেম্পু নিয়ন্ত্রন হারিয়ে রুবেলকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে রুবেল গুরুতর আহত হয় ও টেম্পুর মধ্যে থাকা অজ্ঞাতনামা ২জন যাত্রী সামান্য আহত হয়। ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ টেম্পু চালক মঞ্জু ও তার সহকারী নজরুলকে  আটক করে নিয়ে যায় এব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই মাসুদ বলেন, পঞ্চবটি থেকে চাষাঢ়ায় চলাচলরত টেম্পুগুলো অনেক পুরনো। তার উপর টেম্পু চালকরাও অদক্ষ। সড়ক দূর্ঘটনায় আহত রুবেল খানপুর ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাধন/এস/এস
এই বিভাগের আরো খবর