শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে ছিনতাইকৃত ৩টি চোরাই গাড়িসহ ছিনতাই চক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সোনারগাঁ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত ৩টি চোরাই প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-১৩২৬, ঢাকা মেট্রো গ-২৫-২৫১১, ঢাকা মেট্রো গ-১১-৩০২৬) সহ ছিনতাই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১’র সদস্যরা। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ এবং সিনিঃ এএসপি মোঃ আলেপ উদ্দীন এর নেতৃত্বে একটি দল উপজেলার কাঁচপুর পশ্চিম বেহাকৈর এলাকায় নুর আলম এর গাড়ীর গ্যারেজে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব গাড়ীর গ্যারেজ থেকে ছিনতাইকৃত ওই গাড়ি ৩টি উদ্ধারসহ ছিনতাইচক্রের মূলহোতা নাসির (২৪) কে গ্রেপ্তার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাই চক্রের আরো ৪ সদস্য শাহ আলী (২৬), মোঃ সাগর (২৯), কবির (৪৮)  ও  ফারুক (৩২) কৌশলে পালিয়ে যায়। গেস্খপ্তারকৃত মোঃ নাসির জেলার বন্দর উপজেলার পিচকামতাল গ্রামের  মৃত আব্দুল আলীর ছেলে। বর্তমানে সে সোনাগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার মহিজ উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া। র‌্যাব ১১’র এএসপি আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেস্খপ্তারকৃত নাসির জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, চোরাইকৃত প্রাইভেট কার তিনটি বিক্রয়ের জন্য ওই গ্যারেজে রেখেছিল। দির্ঘদিন ধরে সে ও তার পলাতক সহযোগিরা পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা হতে সুকৌশলে বিশেষ করে প্রাইভেট কার চুরি করে গাড়ীর রং, নম্বর প্লেট ও কাগজপত্র পরিবর্তন করে ভূয়া কাগজপত্র ও নম্বর প্লেট তৈরী করে বিক্রয় করত। এ কাজে ঢাকার পোস্তগোলার আরমান নামে এক ব্যক্তি তাদের চোরাই গাড়ীর ভুয়া কাগপত্র তৈরীর কাজে সহযোগিতা করত, এ পর্যন্ত প্রায় ১০/১২টি গাড়ী চুরি ও বিক্রয়ের কথা নাসির স্বীকার করেছে। এরই ধারাবাহিকতায় উক্ত প্রাইভেট কার তিনটিও বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃত নাসিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। সংবি/এস/এস
এই বিভাগের আরো খবর