শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী

প্রকাশিত: ২৫ জুন ২০১৭   আপডেট: ২৫ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। শেষ মূহুর্তের কেনা কাটায় ব্যস্ত নগরবাসী। শপিং কমপ্লেক্সে ও ফুটপাথের দোকান গুলোতে লক্ষ্য করা যায় উপচে পড়া ভিড়। ফুটপাথের নারীদের প্রসাধনী ও গহনার দোকানগুলোতে বিশেষ ভিড় লক্ষ করা যায়। পোষাকের সাথে ম্যচিং গহনা কিনতে ব্যস্ত সময় পার করছে ললনারা। অপরদিকে টুপি আর জায়নামাযের দোকানেও ক্রেতাদের ভিড় লক্ষনিয় ছিল। বাবার হাত ধরে ছোট ছেলেটিও এসেছিল ঈদের কেনাকাটায় অংশ নিতে। এ যেন এক অন্যরকম আনন্দ। উৎসবের আনন্দ মানুষের চোখে মুখে লক্ষ্য করা যায়। সমবায় মার্কেট, সান্তনা মার্কেট, ডিআইটিসহ শহরের গুরুত্বপূর্ণ মার্কেট গুলোর সামনে উপচেপড়া ক্রেতা সমাগম ছিল। এ সকল ক্রেতাদের বেশির ভাগই নি¤œ মধ্যবিত্ত ঘরানার। শেষ মুহুর্তে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের বেতন দেয়ায় প্রিয়জনের জন্য জিনিস কিনতে এসেছে শ্রমিকরা। সায়েম প্লাজার সামনের ফুটপাতের দোকানে এক ক্রেতার সাথে কথা বলেল তিনি জানান, সন্তানদের জন্য শেষ মুহুর্তে কেনা কাটা করতে এসেছেন তিনি। অপরদিকে, নূর মসজিদের সামনে পাঞ্জাবী, টুপি, আতর বিক্রেতাদেরকেও ব্যস্ত সময় পার করতে দেখা যায়। ফুটপাতের জুতার দোকানে এক ক্রেতা নাসিমা বেগম বলেন, ছোট মেয়ের জামার সাথে মিল করে জুতা কিনতে এসেছি। এছাড়াও টুকিটাকি শেষ মূহুর্তের কেনাকাটা করবো। অতিরিক্ত মানুষের চাপে রাস্তায় স্বস্তিতে চলাফেরা করার মত অবস্থা ছিল না।তবুও সকল ভোগান্তি সহ্য করেই বিপুল উৎসাহেই কেনাকাটা করছে মানুষ। সকলের মধ্যেই উৎসবের চাপা আমেজ লক্ষ্য করা যায়।
এই বিভাগের আরো খবর