বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

ঈদ উৎসবের আনুষ্ঠানিকতা ঈদের নামাযের মধ্যে দিয়ে শুরু হবে

প্রকাশিত: ২৫ জুন ২০১৭   আপডেট: ২৫ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) :  শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। ঈদের নামাযের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরে হযরত মুহাম্মদ (সা) সকালে ঘুম থেকে উঠে ভাল মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যথাসম্ভব নতুন জামা কাপড় পড়তেন। তারপর মিষ্টি মুখ করে ঈদের নামায আদায় করতে ঈদগাহে যেতেন। এই ধারা অনুসারে মুসলিম ধর্মালম্বীরা এভাবে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করাটা সুন্নত বলে দাবী করেছেন চিটাগাংরোড খানকা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফেরদৌসুর রহমান। তিনি আরো বলেন, ঈদের জামাতের পর সকলে কোলাকুলি করে আত্মীয় স্বজনদের বাসায় যাবে এবং কুশল বিনিময় করবে। আর এভাবেই শেষ হবে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা। তবে বর্তমানে কিছু অপসংস্কৃতি দেশে চালু হয়েছে। যা ইসলামের শরিয়তের সাথে সাংঘর্ষিক। ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল আউয়াল সাহেব বলেন, চাঁদনি অনেক ফযিলতপূর্ণ রাত। এই রাতের ইবাদাত অনেক ফযিলতপূর্ণ। যারা এই রাতে ইবাদাত করবে তারা অশেষ নেকী হাসিল করবে। তবে বর্তমানে যে অপসংস্কৃতি চালু হয়েছে তা ইসলামের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।
এই বিভাগের আরো খবর