শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল ৮ টা ও ৯ টায়

প্রকাশিত: ২৫ জুন ২০১৭   আপডেট: ২৫ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ইসলাম ধর্মের অনুসারীরা ঈদুল ফিতর পালন করে। এই উৎসব শুরু হয় ঈদের নামাযের মধ্যে দিয়ে। এই উপলক্ষে নারায়ণগঞ্জের জামতলায় কেন্দ্র্রীয় ঈদগাহে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত হবে সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের জামাতকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টির মধ্যে যাতে নামায আদায় করতে কোনো সমস্যা না হয় এ জন্য প্যান্ডেল করা হয়েছে। এখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক,  সংসদ সদস্যসহ সকল গণ্যমান্য ব্যক্তিরা নামায আদায় করবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ছরোয়ার হোসেন জানান, ঈদের জামাতের জন্য কালেকটরেট মসজিদের ইমামকে আহ্বায়ক করে তিন সদস্যদের কমিটি করা হয়েছে।
এই বিভাগের আরো খবর